Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইমরুলকে ধাক্কা দিয়ে নিষদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৫:৫৫ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


 

চট্টগ্রামে  টাইগারদের বিপক্ষে চলতি টেস্টের খেলার মাঝেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার শ্যানন গ্যাব্রিয়েল।ইমরুল কায়েস রান নেয়ার সময় তাকে ইচ্ছে করে দুইবার ধাক্কা দেন গ্যাব্রিয়েল, যেটা আম্পায়ারের চোখ এড়ায়নি।সেই কারণে তাকে মিরপুর টেস্টে নিষিদ্ধ করা হয়েছে।সাথে ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকালে ম্যাচ রেফারি ডেভিড বুনের সামনে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন গ্যাব্রিয়েল। তাই নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।

২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ৩ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন।২৪ মাসের মধ্যে ৪ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে আইসিসির নিয়ামনুসারে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়।

 

Bootstrap Image Preview