Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইউপিডিএফ আস্তানায় আটকে রেখে ছাত্রীকে ‘ধর্ষণ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৯:৩০ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৯:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পার্বত্য চট্রগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ, প্রসীত) বিরুদ্ধে রাঙামাটি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেল এ অভিযোগ করেন ঐ ছাত্রী।

সংবাদ সম্মেলনে ওই ছাত্রী বলেন, প্রসীতপন্থী ইউপিডিএফ’র সদস্যরা তাদের আস্তানায় টানা তিন মাস ধরে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। শুধু তাকে নয়, আরও কয়েকজন নারীকে ওই আস্তানায় আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। 

লিখিত বক্তব্যে ওই ছাত্রী বলেন, গত ১৯ নভেম্বর সেনাবাহিনীর একটি টহল দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তিনি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার হন। পরে ডাক্তারি পরীক্ষার পর ভয়ে তিনি এক আত্মীয়রে সঙ্গে খাগড়াছড়িতে আশ্রয় নেন। বাড়িতে গেলে তাকে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ মৃত্যুদণ্ড দেবে। এখন তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের হাত থেকে ওই ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন ওই ছাত্রীর বাবা-মা।

এসব অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের গণমাধ্যম শাখার নিরণ চাকমা বলেন, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিত ও সাজানোভাবে এই নাটক তৈরি করা হয়েছে।

Bootstrap Image Preview