Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিশুদের ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০২:২৪ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০২:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের অ্যাবোটাবাদে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে বড়দের দু’পক্ষের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার এ সংঘর্ষ ঘটলেও বিষয়টি নিয়ে খুব বিস্তারিত কিছু পাওয়া যায়নি পাকিস্তানের গণমাধ্যমে।

দুনিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শিশুদের ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিশুদের পরিবারের দু’টি পক্ষ। এতে দু’পক্ষই বন্দুক হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গুলিতে একপক্ষের চারজন ও অন্যপক্ষের তিনজন নিহত হন। ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে আপন দুই ভাই রয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কী নিয়ে কিভাবে এতবড় সংঘর্ষের সূত্রপাত সে বিষয়ে বিস্তারিত কিছু লেখা হয়নি ওই প্রতিবেদনে।

Bootstrap Image Preview