Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজবাড়ীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নারী ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০২:৫১ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০২:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজবাড়ীতে ঘরে ঢুকে এক বৃদ্ধ নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার (২৩ নভেম্বর) ভোর চারটার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ওই নারীর নাম নূরজাহান বেগম (৬৫)। তিনি একই গ্রামের মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।

নিহতের বড় ছেলে বারেক শেখ জানান, তার মেয়ে ও মা একসঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিলেন। বয়স হওয়ায় তার মা ঘরের দরজা খোলা রেখেই ঘুমাতেন। রাত সাড়ে তিনটার দিকে দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশে খেতে ফুলকপি কাটতে যান তিনি।

প্রায় আধঘণ্টা পর খবর পান যে তার মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়েই তারা ছুটে আসেন।

কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই ধারণা করতে পারছেন না বলে জানান বারেক শেখ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকন্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, নিহত নূরজাহান বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার ব্যবহৃত কম্বল ও বালিশ জব্দ করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview