রাশিয়া এখন জঙ্গি গোষ্ঠী আইএস’র থেকেও বেশি ভয়ানক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফেকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছে ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল মার্ক কার্লেটন-স্মিথ।
দ্য টেলিগ্রাফেকে মার্ক বলেন, রাশিয়া যে হুমকি দিচ্ছে তাতে আমরা সন্তুষ্ট হতে পারছি না। রাশিয়া পশ্চিমাদের ক্ষতিকরার সুযোগ এবং দুর্বলতা খুঁজছে বিশেষ করে প্রথার বাইরে এসে তারা করে সাইবার, আকাশথ এবং সমুদ্রপথে যুদ্ধের জন্য সুযোগ খুঁজছে।
প্রসঙ্গত, রাশিয়ান সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে পাওয়া গিয়েছিলো ব্রিটেনের নিরিবিলি স্যালিসবারি শহরের একটি পার্কের বেঞ্চে। তখন অভিযোগ উঠেছিল ব্রিটেনকে গোপনে তথ্য দেয়ায় রাশিয়া তাদেরকে রাসায়নিক গ্যাস- নার্ভ এজেন্টের মাধ্যমে হত্যাচেষ্টা করেছিল। এরপর থেকেই টানাপড়েনে রুশ-ব্রিটেন সম্পর্ক।
তবে রাশিয়ার পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে যে তারা সের্গেইকে হত্যার চেষ্টা চালায়নি। এছাড়া ইউক্রেন সঙ্কট নিয়েও দেশ দুটির দ্বন্দ্ব রয়েছে।