Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সখীপুরে ৩ মানব পাচারকারী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৫৬ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। 

তারা হলেন, সখীপুর পৌরসভার সৌখিনমোড় এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে মজিবুর রহমান (৬০),  পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আলতাব হোসেন আল-আব্বাসীর ছেলে নাসির আহমেদ আব্বাসী (২৪) এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকার মৃত সাগর আলীর ছেলে মো. শাহজাহান আলী (৩৫)। 

এর আগে আনিসুর রহমান নামে এক ব্যক্তি গ্রেফতারকৃতদেরসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মানব পাচারের অভিযোগ এনে সখীপুর থানায় মামলা করেন।

সখীপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফুল কবীর বলেন, মানব পাচারের মামলায় তিনজনকে গ্রেফতার করে জেলা আদালতে পাঠানো হয়েছে। 

Bootstrap Image Preview