সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পিএসিপির বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় সুপেয় পানি সমস্যার সমাধানে আর্সেনিক ও লবণাক্ততা দূরীকরণ ৫৯টি মাল্টিস্টার ফিল্টার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ নভেম্বর) সকালে পিএসিপির নিজস্ব কার্যালয়ে দাদপুর ৩২জন ও হরিপুর গ্রামের ২৭জন দুঃস্থ নারী প্রধান পরিবারের মধ্যে এ ফিল্টার বিতরণ করা হয়।
এ ফিল্টার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড.জহুরুল হায়দার বাবু।
আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রগতির কর্মকর্তা রফিকুল ইসলাম, সুপর্ণা কর্মকার পিএসিপির প্রোগ্রাম অফিসার শাহজাহান সিরাজ, কর্মকর্তা বিধান চন্দ্র মন্ডল প্রমুখ।
অপরদিকে নুরনগর ইউপির হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি সদস্য সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে ফিল্টার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক রিজিয়া সুলতানা, জাকিয়া সুলতানা প্রমুখ।