সামাজিকমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে বিজ্ঞাপনের ধরন বা ক্যাটাগরি উল্লেখ করতে হয়। উল্লিখিত সেই তথ্য অনুযায়ী ফেসবুক ওই বিজ্ঞাপনের ক্যাটাগরি করে থাকে। এক্ষেত্রে রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে সতর্ক সামাজিকমাধ্যমটি।
কিন্তু যুক্তরাজ্যের বাজারে বিক্রি হচ্ছে এমন কয়েক ডজন টুপি, গয়না আর পোশাক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনকে রাজনৈতিক বিজ্ঞাপন হিসেবে ক্যাটাগরিভুক্ত করেছে ফেসবুক। যাদেরকে রাজনৈতিক বিজ্ঞাপনের তালিকায় ফেলা হয়েছে তারা নিজেরাও বিষয়টি জানে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন' বিবিসি তাদের এক গবেষণা এ তথ্য পেয়েছে। গবেষণা দেখা গেছে, যুক্তরাজ্যে ফেসবুকে ১ হাজার দুই শতাধিক পণ্যের বিজ্ঞাপন রয়েছে। এর মধ্যে অন্তত ২৬টি বিজ্ঞাপনকে রাজনৈতিক তালিকায় ফেলেছে ফেসবুক।
রাজনৈতিক তালিকায় ফেলা ২৬ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হ্যাট বা টুপি তৈরি করে এমন প্রতিষ্ঠান, ফ্যাশন বুটিক, অনলাইন গয়না বিক্রির প্রতিষ্ঠান, ম্যাগাজিন, কফি কোম্পানি ইত্যাদি।
সবচেয়ে বেশিবার রাজনৈতিক তালিকায় ফেলা হয়েছে হ্যাট বা টুপি বিক্রেতা প্রতিষ্ঠান 'কনসেপ্ট ক্যাপ'কে।
কনসেপ্ট ক্যাপের মুখপাত্র জানিয়েছেন, তাদের বিজ্ঞাপন যে রাজনৈতিক ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে সেটি তারা জানেনই না। তাদের পণ্যের কোনো রকম রাজনৈতিক বার্তা নেই।
এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছে। তবে, অনেক ক্ষেত্রে বিজ্ঞাপন দেয়ার সময় নির্ধারিত ফরম পূরণ করতে গিয়ে বুঝতে না পেরে অনেক বিজ্ঞাপনদাতাই 'রাজনৈতিক' বক্সে টিক দেন; এমনটাও হতে পারে বলে ফেসবুক মনে করে।