ফরিদপুর জেলার কর্মরত ৫০জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় 'উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইন সেবায় সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক এই কর্মশালা ফরিদপুর লিগ্যাল এইডের আয়োজনে জেলা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর লিগ্যাল এইডের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামানসহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট, সিনিয়র জজ, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি।
কর্মশালায় লিগ্যাল এইডের বিভিন্ন বিনামূল্যে আইনগত সেবাসূমহ নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। যাতে করে এই সব আইনগত সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছানো যায় অতি সহজে।