Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রেস্তোরাঁয় রান্না হচ্ছে ইঁদুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:০০ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভাগাড়ের মাংস কিংবা কাকের মাংস দিয়ে বিরিয়ানির গল্প অনেকেরই জানি। কিন্তু নামকরা কোনো রেস্তোরাঁর রান্নাঘরে গ্রিল হচ্ছে ইঁদুর! তার উপরে ওই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ চেন ‘টেডি’জ বিগার বার্গার্স’-এর হনোলুলুর একটি শাখায়। ওই রেস্তোরাঁর একটি গ্রিল মেশিনে একটি ইঁদুর গ্রিল করছিলেন সেখানকার কর্মচারীরা।

ভিডিওতে দেখা যায়, কর্মচারীরা এমনভাবে ইঁদিরটিকে ‘তন্দুর’ করছেন, যেন এই কাজ নিয়মিত করে থাকেন তারা।

ভিডিওটি স্ন্যাপচ্যাট-এ আপলোড হলে দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু ঠিক কে এই ভিডিও আপলোড করেছেন, তা জানা যায়নি। তবে, ভিডিও-র পোস্ট কপিতে লেখা হয়, আমার মনে হয়, এবার টেডি’জ ত্যাগ করার সময় এসেছে।

কোনো কোনো সংবাদমাধ্যমের খবরে উল্লেখ রয়েছে, যে কর্মচারীরা এই কাণ্ড করছিলেন, তাদের বরখাস্ত করা হয়েছে। রেস্তোরাঁ চেন-এর প্রেসিডেন্ট রিচার্ড স্টুলা ‘হাওয়াই নিউজ’-কে জানিয়েছেন, ভিডিও-র সত্যতা তারা খতিয়ে দেখছেন।

তবে ঘটনার জেরে হনোলুলুর ‘টেডি’জ বিগার বার্গার্স’-এর ওই শাখা আপাতত বন্ধ রাখা হয়েছে।

Bootstrap Image Preview