Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের প্রথম জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৫১ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৫১ PM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটের স্বীকৃতি পাওয়ার পর এই পর্যন্ত দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার পাঁচটি হার ও একটিতে ড্র করে টাইগাররা। অবশেষে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হওয়া সপ্তম ম্যাচে জয় দেখলো বাংলাদেশ।

সফরকারী ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ৬৪ রানের বিরাট জয় পেয়েছে সাকিবরা।

২০০২ সালে প্রথম দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত ঐ ম্যাচে ইনিংস ও ৩১০ রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ঐ সিরিজের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে খেলতে নেমে ৭ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।

এরপর ২০১১ সালের সিরিজে চট্টগ্রামের প্রথম ম্যাচটি ড্র করে বাংলাদেশ। ঢাকায় পরের ম্যাচে ২২৯ রান হারে টাইগাররা।
পরের বছর আবারো বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকা ও খুলনায় ম্যাচ দু’টি যথাক্রমে ৭৭ রানে ও ১০ উইকেটে হারে বাংলাদেশ। তাই প্রথম ছয় দেখায় জয় না পেলেও, সপ্তম লড়াইয়ে দেশের মাটিতে জয় পেল বাংলাদেশ।

 

Bootstrap Image Preview