Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপিকে না পালানোর অনুরোধ হাছান মাহমুদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৭:০৫ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৭:০৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনী মাঠে নেমে বুঝতে পেরেছে মাঠ তাদের অনুকূলে নেই, তাই দলটি পালানোর চেষ্টা করছে।

শনিবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ত্রিদিব দস্তিদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসান মাহমুদ বলেন, এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করবে জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে।

নির্বাচন থেকে আওয়ামী লীগ পালাতে চায়, মওদুদ আহমেদের এমন বক্তব্যের প্রেক্ষিতে হাসান মাহমুদ বলেন, নির্বাচনী মাঠে নেমে বুঝতে পেরেছে মাঠ তাদের অনুকূলে নেই। এটা বুঝতে পেরে তারা এখন নির্বাচনী মাঠ থেকে পালাতে চায় কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

তিনি আরও বলেন, আমি তাদের কাছে (বিএনপি) অনুরোধ জানাব দয়া করে নির্বাচনী মাঠ থেকে পালাবেন না। এই নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব দেশের মানুষ মুক্তিযুদ্ধের সঙ্গে আছেন, শেখ হাসিনার সঙ্গে আছেন।

Bootstrap Image Preview