Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নায়িকাকে কুপ্রস্তাব দিয়ে চাকরি হারালেন এক ব্যক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:০৭ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৮:০৭ PM

bdmorning Image Preview


মালায়ালম অভিনেত্রী নেহা সাক্সেনাকে কুপ্রস্তাব দিয়ে চাকরি হারিয়েছেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পাঠানো কুপ্রস্তাবের ম্যাসেজসহ লোকটির নাম ঠিকানা প্রকাশ করেন নেহা।

নেহা জানিয়েছেন, ‘ওই ব্যক্তি কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন। আমাকে দুবাইয়ে রাত কাটানোর প্রস্তাব দেন তিনি।’

জানা যায়, কিছুদিন আগে নেহা সাক্সেনার পিআর ম্যানেজার মেসেজটি দেখতে পেয়ে তাকে জানান। তার পরেই ফেসবুকে পোস্ট করে ঘটনার প্রতিবাদ করেন তিনি। কমেন্ট বক্সে ওই ব্যক্তির নাম ও ঠিকানাও দিয়ে দেন নেহা। এর পরে চাকরি হারাতে হয় ওই লোকটিকে।

পরে অন্য একটি পোস্টে নেহা জানান, ‘ওই ব্যক্তি মোবাইল সুইচ অফ করে রেখেছেন। অফিসে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছে তার। এখন তার দাবি, তার ছেলের ফোন হ্যাক করা হয়েছিল। সেখান থেকেই নাকি মেসেজগুলি পাঠানো হয়।’

তবে এসব কথা মানতে নারাজ নেহা। ক্ষমা পেতে চাইলে নেহাতে হাতে চিঠি লিখতে হবে ওই ব্যক্তিকে।

Bootstrap Image Preview