জলবায়ু পরিবর্তনের কারণে শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রকে। একই কারণে দেশটির জনস্বাস্থ্য ও জীবনমান মারাত্মক হুমকিতে পড়তে পারে। 'ফোরর্থ ন্যাশনাল ক্লাইমেট অ্যাসেসমেন্ট' নামের নতুন এক সরকারি প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতভেদ তৈরি করবে এই প্রতিবেদনের সতর্কতা। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ভবিষ্যত ঝুঁকি নির্ভর করবে আজকের নেওয়া সিদ্ধান্তের ওপর।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান হারে কার্বন নিঃসরণ অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ কয়েকটি অর্থনৈতিক খাতে বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে শত শত কোটি মার্কিন ডলার।
প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব দেশের বিভিন্ন কমিউনিটিতে এখনই অনুভূত হচ্ছে। এর মধ্যে রয়েছে, ঘন ঘন তীব্র আবহাওয়া ও জলবায়ু সশ্লিষ্ট বিভিন্ন ঘটনা।