আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশ লাইন্স থেকে মহড়াটি বের হয়ে শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করে।
মহড়া শেষে পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় যেকোন প্রকার জঙ্গীবাদ, নাশকতা এবং সন্ত্রাসবাদ এড়াতে পুলিশের এই বিশেষ মহড়া।
এ সময় তিনি আরও বলেন, অপ্রীতিকর যেকোন ঘটনা এড়াতে সাতক্ষীরা পুলিশে নতুন সংযোগ হয়েছে (এ পি সি) এবং বিশেষ ক্ষেত্রে এর ব্যবহার করা হবে।