নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। চীন থেকে ৬টি সমুদ্রগামী জাহাজ আমদানি প্রক্রিয়ার বাইরে সরকার আরও ৬টি জাহাজ বিএসসি'র বহরে সংযোজনের অনুমোদন দিয়েছে।
শনিবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে বিএসসির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে রামপাল, মাতারবাড়ী-মহেশখালী, পায়রায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি হচ্ছে। এসব কয়লা, এলএনজি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের জ্বালানি তেল পরিবহনের জন্য বিভিন্ন আকার ও ধরনের জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।
বিএসসির সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহইয়া সৈয়দ, শেয়ার হোল্ডার কবির আহমেদ চৌধুরী প্রমুখ।