Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধানক্ষেতে ৩০ লাখ টাকার ইয়াবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১০:৫৬ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১০:৫৬ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফের চান্দুলিয়াপাড়া এলাকায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) ব্যাটালিয়নরা।

রবিবার (২৫ নভেম্বর) ভোরে ইয়াবাগুলো জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  গোপন সংবাদের ভিত্তিতে চান্দুলিয়াপাড়ায় অভিযান চালিয়ে ধানক্ষেতের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবাগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকা।

উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। 

Bootstrap Image Preview