Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১১:১২ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১১:১২ AM

bdmorning Image Preview


মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নিলো অস্ট্রেলিয়া। ফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটে আর ২৯ বল হাতে রেখে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

অ্যান্টিগায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান তোলে ইংল্যান্ড।ওপেনার ড্যানিয়েল ওয়াট আর অধিনায়ক হেদার নাইট ছাড়া কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি।শুধুমাত্র ওয়াট ৩৭ বলে করেন ৪৩ রান, নাইটের ব্যাট থেকে আসে ২৮ বলে ২৫। যা ইংল্যান্ডেকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়। অস্ট্রেলিয়ার পক্ষে ২২ রানে ৩ উইকেট নেন গার্ডনার। ২টি করে উইকেট নেন মেগান স্কাট আর জর্জিয়া ওয়েরহাম।

১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে  ২৯ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।দলের পক্ষে গার্ডনার ৩৩ ও ম্যাক ল্যানিং অপরাজিত থাকেন, ২৮ রানে। এছাড়া হেলি ২২ ও মুনি করেন ১৪ রান। ম্যাচসেরা হন গার্ডনার।

Bootstrap Image Preview