Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে দুর্যোগ ঝুঁকিমুক্ত আদর্শ গ্রাম প্রকল্প পরিচিতি

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০১:৩৭ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০১:৩৭ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি মুক্ত আদর্শ গ্রাম তুলাতলীর প্রকল্প পরিচিতি তুলে ধরে এক কর্মশালার আয়োজন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ।

উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় আজ রবিবার সকালে প্রকল্প এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় লক্ষীপাড়া, পুনামপাড়া, মিশ্রীপাড়া ও নয়া মিশ্রীপাড়া গ্রামের ফ্রেন্ডশিপ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রায় পঞ্চাশ সদস্য ছাড়াও প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী সাইদুর রহমান ও এমআইএস কর্মকর্তা মাহাফুজুল ইসলাম।

প্রজেক্ট ইনচার্জ তৌহিদুর রহমানের সঞ্চালনায় আদর্শ গ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকেল্পের বিভিন্ন কর্মকাণ্ড এবং অগ্রগতি তুলে ধরেন বাংলাদেশ উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের ইনচার্জ মাসুদ রানা ও প্রকল্প সহায়তাকারী আকতারুজ্জামান। আদর্শ গ্রামের দুর্যোগ ঝুঁকির সক্ষমতা তুলে বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য কবির হোসেন।

প্রকল্প ইনচার্জ মাসুদ রানা বলেন, সড়কের দু’পাশে ফলজ-বনজ-ঔষধি গাছের বৃক্ষ রোপণ, বসত বাড়ীর ভিটা উচুকরণ, মাছের ঘের ও পুকুরের চারপাশ বেড় দেয়া এবং উদ্ধার উপকরণ সরবাহের মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়ার সমুদ্র উপকূলবর্তী লতাচাপলী ই্উনিয়নের তুলাতলী গ্রামকে দুর্যোগ ঝুঁকিমুক্ত আদর্শ গ্রাম হিসাবে উন্নীত করা হয়েছে। পাশপাশি বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষের মাধ্যমে জীবনমান উন্নয়নে আয়বর্ধনমূলক প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ।

লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেণ, বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ উপকূলীয় এলাকা লতাচাপলীর দুর্যোগ ঝুঁকিতে থাকা সাধারণ মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাসের জন্য এ এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এর ফলাফল হিসাবে বিগত দিনগুলোতে এ এলাকায় বিভিন্ন দুর্যোগে জীবন ও সম্পদহানি অনেকাংশে কমে গিয়েছি।

Bootstrap Image Preview