Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জানুয়ারির ৫ তারিখে মাশরাফি ও আশরাফুলের লড়াই !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৮:৪৮ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৮:৪৮ PM

bdmorning Image Preview


দীর্ঘ দিনের নিশেষধাজ্ঞা কাটিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন টাইগার দলের সাবেক টেস্ট অধিনায় মোহাম্মদ আশরাফুল।আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন এই ডান-হাতি ব্যাটসম্যান।ইতোমধ্যে বিপিএলের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করে দিয়েছে বিসিবি।সেই সূচিতে দেখা যাচ্ছে উদ্বোধনী ম্যাচে বন্ধু মাশরাফির রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন আশরাফুল।

এবারের আসরে আশরাফুলের দলের তুলোনায় অনেক শক্তিশালী দল ঘটন করেছে মাশরাফির রংপুর রাইডার্স।বিপিএলের গত দুই আসরে চিটাগং ভাইকিংস নিজেদের নামের সুবিচার করতে পারেনি। অন্যদিকে মাশরাফি দায়িত্ব নেওয়ার পরেই চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।এবার দেখা যাক কি হয়? দীর্ঘ দিন পর বিপিএলে ফিরে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন আশরাফুল।ঢাকা ছেড়ে চিটাগংয়ের দায়িত্ব নিয়ে কতটুকু অর্জন করতে পারেন।

প্রথম পর্বে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ফের ঢাকার হোম অব ক্রিকেটে ৬টি ম্যাচ আয়োজনের পর শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। যেখানে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ১০টি ম্যাচ আয়োজন শেষে ফের ঢাকায় ফিরবে বিপিএল। শেষ পর্বে সেমিফাইনাল, এলিমিনেটর ও ফাইনালসহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

এবারের আসরের প্রতিটি ম্যাচ ডেতে দুটি করে ম্যাচ আয়োজন করা হবে। শুক্রবার ব্যাতীয় দিনের প্রথম খেলা দুপুর ১২.৩০ মিনিট থেকে শুরু হবে যেখানে রাতের খেলাটি মাঠে গড়াবে সন্ধ্যা ৫.২০ মিনিট থেকে। তাছাড়া ছুটির দিন শুক্রবারে দিনের প্রথম খেলা দুপুর ২টায় ও রাতের খেলা সন্ধ্যা ৭টায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিএল ২০১৯ আসরের পূর্ণাঙ্গ সূচি-

ঢাকা পর্ব, প্রথম ধাপ (-১৩ জানুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

তারিখ প্রতিপক্ষ
০৫.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস।
০৫.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস।
০৬.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সিক্সার্স।
০৬.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স।
০৮.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স
০৮.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স।
০৯.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম চিটাগাং ভাইকিংস।
০৯.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস।
১১.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স।
১১.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস।
১২.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স।
১২.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স।
১৩.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস।
১৩.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সিলেট পর্ব, দবিতীয় ধাপ (১৫-১৯ জানুয়ারি), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
১৫.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস।
১৫.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৬.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস।
১৬.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স।
১৮.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস।
১৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৯.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স।
১৯.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স।

ঢাকা পর্ব, তৃতীয় ধাপ (২১-২৩ জানুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২১.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস।
২১.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস।
২২.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স।
২২.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৩.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস।
২৩.০১.২০৯ খুলনা টাইটান্স বনাম সিলেট সিক্সার্স।

চট্টগ্রাম পর্ব, চতুর্থ ধাপ (২৫-৩০ জানুয়ারি), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৫.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস।
২৫.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স।
২৬.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটান্স।
২৬.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস।
২৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৮.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স।
২৯.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২৯.০১.২০১৯ রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস।
৩০.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস।
৩০.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস।

ঢাকা পর্ব, শেষ ধাপ (- ফেব্রুয়ারি), শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
০১.০২.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
০১.০২.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স।
০২.০২.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স।
০২.০২.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স।

০৪.০২.২০১৯ এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তৃতীয় দল বনাম চতুর্থ দল)।
০৪.০২.২০১৯ কোয়ালিফায়ার ১ (পয়েন্ট টেবিলের শীর্ষ দল বনাম দ্বিতীয়স্থানে থাকা দল)

০৬.০২.২০১৯ কোয়ালিফায়ার ২ (কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী।

০৮.০২.২০১৯ ফাইনাল (কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী)।
০৯.০২.২০১৯ রিজার্ভ ডে (ফাইনাল)।

Bootstrap Image Preview