তালায় 'সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকশই উন্নয়ন নিশ্চিত করি' শ্লোগানকে সামনে রেখে ৪৭তম জাতীয় সমবায় দিবস-১৮ উদযাপন উপলক্ষ্যে সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে স্থানীয় প্রশাসন ও উপজেলা সমবায় অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে তালা উপ-শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে উপজেলা সমবায় দফতরের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার তসলিমা পারভীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত সমবায়ী দিবস চন্দ্র ঘোষ, আইডিয়াল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ইন্দ্রোজিৎ দাশ বাপ্পী, বিআরডিবি সমিতির সভাপতি আব্দুল হামিদ সরদার, কপোতাক্ষ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও ইউপি সদস্য মো.শামছুল হক, ইউপি সদস্য প্রকাশ দালাল, ফ্যাসিলিটেটর আরফুজ্জামান প্রমুখ।
সভা শেষে উপজেলার ৭টি সমবায় সমিতির মাঝে পুরস্কার প্রদান করা হয়।