তালায় ২৩জন ভিক্ষুকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের থেকে বাছাইকৃত ২৩ জন ভিক্ষুকদের মাঝে সরকার প্রদত্ত ১২ প্রকার ত্রাণ সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে ইউপি সচিব এসএম রুবায়েত হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনারুল ইসলাম, কালিদাশ অধিকারী, আতিয়ার রহমান, শেখ আব্দুর রশিদ, শেখ মোস্তফা, পলাশ কুমার ঘোষ, আশরাফুল আলম, আবেদা বেগমসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
উলেখ্য যে, ভিক্ষুকের মাঝে কম্বল, চাউল, ডাল, মুড়ি, টোস, তেল, চিড়ি, সাবান, দিয়াশলাই, মোমবাতিসহ ১২ প্রকারের সামগ্রী বিতারণ করা হয় ।