Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকালে সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১০:৫১ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১০:৫১ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের পরিকল্পনা  তুলে ধরে আবারও সংবাদ সম্মেলনে আসছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে ড. কামাল আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে সম্প্রতি গণফোরামে যোগ দেয়া ড. রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের কিছু মৌলিক পরিকল্পনা তুলে ধরবেন।

এ ছাড়া কীভাবে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা যায় এবং বৈষম্য দূর করা যায়, রেজা কিবরিয়া সে সম্পর্কে কথা বলবেন।

বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকজন নেতা সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

এর আগে গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দলের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

Bootstrap Image Preview