রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম এলাকা থেকে অস্ত্র, গুলি এবং চাঁদার নগদ টাকাসহ একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাজেকের দুর্গম পাহাড়ি এলাকা করল্ল্যাছড়ির ডংগু চাকমার বাড়ি থেকে রিমেন চাকমা (১৮) নামের ওই কিশোরকে আটক করা হয়। সে ইউপিডিএফের কালেক্টর নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী।
তার কাছ থেকে একটি এলজি, এক সেট কম্বাইন্ড পোশাক, ২ রাউন্ড কার্তুজ গুলি, ১টি চাকু, চাঁদা আদায়ের রশিদ ও নগদ ২ লাখ ১৪ হাজার ৫শ টকা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর ১২ বীর বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আজম ও মেজর আবুল বাশারের নেতৃত্বে একটি টিম ডংগু চাকমার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রিমেল চাকমাকে আটক করেছে বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়। আটককৃতকে সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে।
সাজেক থানা পুলিশের ওসি নুরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।