Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় বিক্রমাসিংহেকে জীবনেও পুনর্বহাল করবেন না সিরিসেনা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০২:১৩ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০২:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্তের পরিপ্রেক্ষিতে যে সঙ্কট তৈরী হয়েছে তা আরো ঘনীভূত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানিয়েছেন, বরখাস্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে স্বপদে পুনর্বহাল করবেন না তিনি। গতকাল রবিবার আর্ন্তজাতিক গণমাধ্যমকে এক ইন্টারভিউতে তিনি এ কথা জানান। 

সিরিসেনা বলেছেন, বিক্রমাসিংহে পার্লামেন্ট সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতেও পারলেও তাকে জীবনেও প্রধানমন্ত্রী পদে ফিরিয়ে আনা হবে না। 

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন সিরিসেনা। এরপর তিনি সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু তার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়ে। 

Bootstrap Image Preview