Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চিরকাল নিখুঁত ত্বক চাইলে রাতে অবশ্যই করুন এই কাজগুলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০২:৫৮ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০২:৫৮ PM

bdmorning Image Preview


সুন্দর ত্বক কে না পেতে চায় বলুন? ব্রণ ও দাগহীন মসৃণ সুন্দর ত্বক সবাই চায়। কিন্তু ত্বকের যত্ন নেয়ার ব্যাপারে কমবেশি সবাই বেশ উদাসীন।

সুন্দর ত্বক পেতে হলে ত্বকের অন্য কোনো যত্ন করা হোক আর না হোক, ত্বক পরিষ্কার রাখা খুবই জরুরি। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক খুব ভালো করে পরিষ্কার না করে নিলে ত্বকে দেখা দেয় ব্রণ ও নানান রকম সমস্যা। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের জন্য প্রয়োজন বিশেষ যত্ন।

আসুন জেনে নেয়া যাক রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কারের জন্য অবশ্যই করণীয় কিছু কাজ সম্পর্কে-

  • ত্বক পরিষ্কারের জন্য সবার আগে মেকআপ ওঠানো জরুরি। ছেলেদের জন্যও দিন শেষে মুখের ময়লা একদম গভীর থেকে পরিষ্কার করা জরুরী। প্রথমে একটি ভালো ক্লিনজিং লোশন দিয়ে পুরো মুখ ম্যাসাজ করে নিন। এরপর পুরো মুখ ফেসিয়াল টিস্যু বা তুলা দিয়ে মুছে ফেলুন। এভাবে দুই বার মুখ পরিষ্কার করে নিন।
  • এরপর আই মেকআপ রিমুভার দিয়ে চোখের মেকআপ ভালোভাবে তুলে ফেলুন। চোখের মেকআপ তোলার ক্ষেত্রে সাবধানে তুলবেন যেন মেকআপের কোনো অংশ চোখে না ঢুকে।
  • এবার মুখ পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
  • পানি দিয়ে ক্লিনজিং লোশন ধুয়ে ফেলার পরে মুখে ভালো কোনো ব্র্যান্ডের ডেইলি স্ক্র্যাবার ব্যবহার করুন। খুব বেশি জোরে মুখ ঘষবেন না। স্ক্র্যাবার দিয়ে আলতো করে ঠোটের নিচের থুতনির অংশ ও নাকের আশে পাশে যেখানে ব্ল্যাক হেডস হয় সেই স্থান গুলো পরিষ্কার করে নিন। এটা সপ্তাহে ২ বার করবেন।
  • এবার আবার পুরো মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • এবার ভালো কোনো ফেসওয়াস দিয়ে পুরো মুখ ম্যাসাজ করে ধুয়ে নিন। ব্রণের উপদ্রব থাকলে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফেসওয়াস ব্যবহার করুন।
  • মুখ ধোয়া হয়ে গেলে নরম ফেসিয়াল টাওয়েল দিয়ে মুখ আলতো করে মুছে ফেলুন।
  • মুখের ত্বকে টোনার লাগিয়ে নিন।
  • এবার মুখের পুরো ত্বকে ভালো কোনো নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • সব শেষে পরিষ্কার কভার লাগানো বালিশে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন।
Bootstrap Image Preview