সুনামগঞ্জের তাহিপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৯৪ হাজার ভারতীয় জাল রুপিসহ জাকির হোসেন (৩৫) নামে এক হুন্ডি কারবারিকে আটক করেছে বিজিবি।
সোমবার দুপুরে সীমান্তের লাকমাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাকির জেলার ধর্মপাশা উপজেলার বাকাতলা গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপান সূত্রে খবর পেয়ে ট্যাকেরঘাট বিওপির হাবিলদার মো হুমায়ন কবীর নেতৃত্বে একটি টহল দল লাকমাছড়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৯৪ হাজার মূল্যমানের ভারতীয় জাল রুপি জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক আবু সা-আদাত মুহাম্মদ মঈনুল হাসান লুৎফর জানান, আটককৃত হুন্ডি কারবারিকে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।