বগুড়ার ধুনট উপজেলায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, থানার অফিসার ইনাচর্জ (ওসি) ইসমাইল হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ প্রমুখ।