Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মরণোত্তর চক্ষুদান করলেন লাক্স তারকা বাঁধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:৩২ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:৩২ PM

bdmorning Image Preview


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন গত রবিবার (২৫ নভেম্বর) সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে মরণোত্তর চক্ষুদান করার কথা বললেন। রাজধানীর কাঁটাবনে অবস্থিত প্রতিষ্ঠানটির দফতরে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।

২০০৬ সালের এই লাক্স তারকা সেখানেই মরণোত্তর চক্ষুদান করার ঘোষণাটি দেন। এছাড়া আরো চক্ষুদান করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান।

আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি যতটুকু পারি চেষ্টা করি মানুষের পাশে থাকার। এই চক্ষুদান তারই একটা অংশ। যখন আমি আর থাকবো না এই পৃথিবীতে তখন আমার এই দুই চোখ দিয়ে যদি অন্য একটি মানুষ পৃথিবীটা দেখতে পারে তবে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’

অভিনয়ের পাশাপাশি তিনি একজন ডেন্টিস্টও। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির একজন নির্বাচিত সদস্য এই লাক্স তারকা। মেডিক্যালের এক শিক্ষকের হাত ধরেই মূলত তার এই কার্যক্রমে যুক্ত হওয়া।

বাঁধন বলেন, ‘আমার ডেন্টাল কলেজের স্যারকে ধন্যবাদ। তিনিই আমাকে এত সুন্দর একটি কাজে যুক্ত হবার সুযোগ করে দিয়েছেন।’

বর্তমানে এই অভিনেত্রী অভিনয় থেকে বেশ দূরে সরে আছেন। এখন তার অবসর সময়গুলো কাটছে একমাত্র কন্যাকে নিয়েই। 

 

Bootstrap Image Preview