Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হলেন যেসব তারকা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:৪৭ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য গত রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। দল ২৩০ জনের মনোনয়ন চূড়ান্ত করলেও এখন পর্যন্ত চিঠি পেয়েছেন দুইশো জনের কিছু বেশি।

এরইমধ্যে নির্বাচনের টিকিট পেয়েছেন বেশ কয়েকজন তারকা। তারমধ্যে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন চিত্রনায়ক ফারুক (ঢাকা-১৭)আসন, পুনরায় আবার মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর (নীলফামারী-৩)আসন এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম (মানিকগঞ্জ-২) আসন থেকে।

এদিকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিত হয়েছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী (ঢাকা-১৭), রোকেয়া প্রাচী (ফেনী-৩), তারিন জাহান (ঢাকা-১০), চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩), ডিপজল (ঢাকা-১৪), শমী কায়সার (ফেনী-৩), এবং জ্যোতিকা জ্যোতি (ময়মনসিংহ-৩)।

মনোনয়ন প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, ‘মনোনয়ন যে-ই পান না কেনো, আমি নৌকার হয়ে মাঠেই থাকবো।’  

 

 

Bootstrap Image Preview