বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে বমগাড়া খালের বেইলী সেতুর ১২টি পিলার ভেঙে হেলে পড়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে সেতুর দুই পাশের প্রবেশ পথে সিমেন্টের তৈরি খুটি পুঁতেছে সওজ কর্তৃপক্ষ। ফলে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ হওয়ায় ২টি ভোট কেন্দ্রসহ এলাকায় যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অর্থায়নে ১৯৯০ সালে জয়শিং-বাগবাড়ি সড়কের বমগাড়া খালের উপর বেইলী সেতুটি নির্মাণ করা হয়েছে। বগুড়া জেলা শহরের সাথে প্রায় ৫০ গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র পাকা সড়কে এই সেতুটি। বমগাড়া খালে ৬০ মিটার দৈর্ঘ্য সেতুটি লোহার পাইপের তৈরি ২৪টি পিলারের উপর দাড়িয়ে আছে। কিন্ত তিনদিন আগে ভারি যান চলাচলের সময় ১২টি পিলার ভেঙে গিয়ে সেতুটি হেলে পড়েছে। ওই সেতুর উপর দিয়ে চলাচলে দুর্ঘটনার আশংকা রয়েছে। এ কারণে সেতুর দুই পাশের রাস্তায় খুটি পুতে যান চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। ফলে বাস, ট্রাক, মাইক্রোবাস, জীপগাড়ি, কারসহ ভারি যান চলাচল বন্ধ রয়েছে।
এ কারণে উপজেলার নাংলু ও পিরাপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রশাসনের কোন গাড়ি চালচল করতে পারবে না। তবে বাইসাইকেল, মোটরসাইকেল কিংবা পায়ে হেটে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করেছে এলাকাবাসী। প্রয়োজনের তাগিদে কিছু চালক ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে রিকসা-ভ্যান কৌশলে চালাচ্ছে।
উপজেলার জয়শিং গ্রামের ব্যবসায়ী সাবান মাহমুদ জানান, সেতুর উপর দিয়ে প্রতিদিন নানা ধরনের যানবহন চলাচল করে। কৃষি প্রধান ওই এলাকার মানুষ বিভিন্ন ধরনের পণ্য ও খাদ্য সামগ্রী এই পথে পরিবহন করে। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এলাকার মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তাই এলাকাবাসীর পক্ষে বমগাড়া খালের উপর নতুন করে সেতু নির্মাণ কিংবা বেইলী সেতুটি সংস্কারের দাবি জানান তিনি।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, বেইলী সেতুর পাটাতন ও পিলারগুলো মরিচা ধরে দুর্বল হয়ে পড়েছে। এ বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে।
বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত বেইলী সেতুটি অপসারণ করে সেখানে জাপান সরকারের অর্থায়নে নতুন করে সেতু নির্মাণ করা হবে। নতুন সেতু নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে।