Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতে থাকবো: গোলাম মাওলা রনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:০৪ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

আজ সোমবার সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন তিনি। এসময় জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী হয়ে বিএনপিতে আজীবন থাকার প্রত্যয় ব্যক্ত করেন রনি।

তিনি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতে থাকবো।

এর আগে সকালে গণমাধ্যমকে রনি জানান, যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় তাহলে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করব। এদিন দুপুরে নিজের ফেসবুক পেজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি।

তিনি লিখেন- আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে- এবং দেখা হবে বিজয়ে।

প্রসঙ্গত, ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যবসায়ি গোলাম মাওলা রনি। তিনি শেখ রেহেনার কাছের মানুষ হিসেবে পরিচিত। দলের বিরুদ্ধে সমলোচনামূলক বক্তব্যের কারণে ২০১৪ সালে মনোনয়ন বঞ্চিত হন।

Bootstrap Image Preview