Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব চরমে; ইউক্রেনে সামরিক আইন জারি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১০:৪৪ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১০:৪৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো দেশটিতে সামরিক আইন জারির বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

সোমবার প্রেসিডেন্টের ওয়েবসাইটের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

রবিবার ইউক্রেনের তিনটি নৌজাহাজ জব্দ এবং ২৩ জন নাবিককে আটক করে রাশিয়া। এতে দেশ দুটির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এই পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট সামরিক আইন জারির উদ্যোগ নিয়েছেন।

প্রেসিডেন্ট পোরোশেঙ্কো সামরিক আইন জারি সংক্রান্ত ডিক্রিতে সই করার কথা জানিয়ে বলেন, বিনা উস্কানিতে পাগলের মত আচরণ করেছে রাশিয়া।

ইউক্রেনের নতুন করে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা নেই বলে জানান তিনি।

প্রসঙ্গত, রবিবার ক্রিমিয়া উপকূলে ইউক্রেন নৌবাহিনীর তিনটি জাহাজ জব্দ করে রাশিয়া। এর আগে গুলি ছুড়ে কয়েকজন নাবিককে আহত করে রুশ বাহিনী।

Bootstrap Image Preview