Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১০:৫১ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১০:৫২ AM

bdmorning Image Preview


রাঙ্গামাটির রিজার্ভ বাজারে ‘আল হেলাল’ নামে একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় আকাশ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে হোটেলের ১১২ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হোটেল রেজিস্টার অনুযায়ী নিহত যুবকের নাম জানা যায়। সে লংগদু উপজেলার ঘনমুখ এলাকার ইসমাইলের ছেলে।

হোটেল ব্যবস্থাপক রেজাউল করিম জানান, আকাশ গত ২৫ নভেম্বর (রবিবার) লংগদু ঘনমুখ এলাকার লোক পরিচয়ে হোটেলের ১১২ নম্বর রুম ভাড়া নেন। সোমবার সারাদিন ওই রুমের দরজা খোলা হয়নি, তাই সন্ধ্যায় আমরা রুমের সামনে এসে ডাকাডাকি করি। তারপরও কোনো সাড়াশব্দ না পাওয়ায় এবং দরজা ভেতর থেকে বন্ধ থাকায় আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে দরজা ভেঙে কাপড় দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিমন বোস বলেন, হোটেল কর্তৃপক্ষের দেয়া খবরে আমরা ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছি। তার মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে নিহতের মোবাইল থেকে আমরা পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

 

Bootstrap Image Preview