সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মোগলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত সুবেদার মেজর সৈয়দ গোলাম আম্বিয়া আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
আজ মঙ্গলবার সকাল ৮টায় সিলেট হাসপাতালে নেওয়ার পথে মুক্তিযোদ্ধা গোলাম আম্বিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সদ্য প্রয়াত গোলাম আম্বিয়ার জানাজ মঙ্গলবার বাদ আছর ৪:১৫ মিনিটের সময় দক্ষিণ ফেঞ্চুগঞ্জ (মাইজগাঁও) খেলার মাঠে অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, সৈয়দ গোলাম আম্বিয়া কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করেন। এরপর থেকেই তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারাযান।