Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ২ কেজি বিস্ফোরকসহ গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১১:৪৬ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১১:৪৬ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে বিস্ফোরকসহ এনামুল কবির ওরফে ওমর ফারুক (৩০) নামে  এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ডিবি-উত্তর বিভাগের একটি দল।

২৬ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায় সবুজবাগের মধ্য বাসাবো এলাকায় বি. ফোর্স সিকিউরিটি সার্ভিস লিঃ এর অফিস কক্ষের নিচ তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি-উত্তর বিভাগের উত্তরা জোনাল টিম।

এ সময় তার হেফাজত হতে ২ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে তার নিজ জেলা বাগেরহাটে আসন্ন নির্বাচনে উল্লেখিত বিস্ফোরক ব্যবহার করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সহযোগীদের নিয়ে বৈঠক ও পরিকল্পনার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত এনামুল কবিরের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ থানার লক্ষীখালি গ্রামে। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview