Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপি থেকে মনোনয়ন পেলেন কনকচাঁপা-বেবী নাজনীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১২:৪৯ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১২:৪৯ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা এবং বেবী নাজনীন। এদের মধ্যে কনকচাঁপা লড়বেন সিরাজগঞ্জ-১ এবং বেবী নাজনীন নীলফামারী-৪ আসনের জন্য।

বিএনপি থেকে মনোনয়ন দৌড়ে থাকা তারকাদের মধ্যে আরও রয়েছেন চিত্রনায়ক হেলাল খান এবং কণ্ঠশিল্পী মনির খান।

মনোনয়ন পাওয়ার পর কণ্ঠশিল্পী কনকচাঁপা বলেন, ‘মনোনয়নপত্র কেনার পর থেকে এলাকার মানুষ আমাকে শুভেচ্ছা পেয়েছি। আমি সিরাজগঞ্জ-১ আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার প্ল্যাটফর্ম হিসেবে বিএনপিকেই চেয়েছি এবং পেয়েছি। মনোনয়ন পেলাম এবার বিজয়ের পালা।’

আরেক তারকা বেবী নাজনীন বলেন, ‘আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেয়েছি। জয়িও হবো ইনশাআল্লাহ। আমার জন্মস্থান সৈয়দপুরে, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নেব।’

ঝিনাইদহ-৩ আসনে মনোনয়নপ্রার্থী কণ্ঠশিল্পী মনির খান। এখনো ঝিনাইদাহ-৩ আসনের কারো নাম ঘোষণা করা হয়নি।

মনোনয়নের অপেক্ষায় প্রহর গুনছেন চিত্রনায়ক হেলাল খান। তিনি সিলেট-৬ বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।হেলাল খান বলেন,‘মনোনয়ন যারা পেয়েছে তাদের নাম ঘোষণা কেবল শুরু হয়েছে। আমার নাম জানতে জানতে পারিনি এখনো। তবে আমি মনোনয়ন পাবো বলেই আশা করছি। আগামীকাল দুপুরের আগেই জানাতে পারবো।’

এরই মধ্যে আওয়ামী লীগ থেকে চিত্রনায়ক ফারুক,কণ্ঠশিল্পী মমতাজ,অভিনেতা আসাদুজ্জামান নূর,ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় ও মাশরাফি বিন মর্তুজা মনোনয়ন পেয়েছেন। রোববার এই তারকাদের নাম ঘোষণা করে সরকারদলীয় আওয়ামী লীগ।

Bootstrap Image Preview