জিম্বাবুয়ে সিরিজ আলোচনায় আছেন তাইজুল ইসলাম। সে সময় তিনি ও মিরাজ সাকিবের অভাবটা বুঝতেই দেননি। এরপর জিম্বাবুয়ের সিরিজে ফর্মের ধারটা বজায় রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। তাই মিরপুর টেস্ট শুরু হওয়ার আগেও আলোচনার কেন্দ্রে রয়েছে স্পিনার তাইজুল।
জিম্বাবুয়ে সিরিজে দুই টেস্টে নিয়েছেন ১৮ উইকেট। চার ইনিংসের টানা তিন ইনিংসেই পেয়েছেন পাঁচ উইকেট। এরপর চট্টগ্রাম টেস্টেও প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৬ টি মোট ৭টি উইকেট নিয়েছেন তিনি। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। টেস্টে ২০১ উইকেটে মাইলফলক স্পর্শ করেছেন। তা সত্বেও মিরপুর টেস্ট তাইজুলক নিয়ে আলোচনা বেশি। তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে তাইজুল বোলিংয়ে সাকিবকে ছাড়িয়ে সামর্থ আছে ?
গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে নিজের বোলিং নিয়ে কথা বলেন তাইজুল। সেখানে সাকিবের সঙ্গে নিজের বোলিংয়ের তুলনা নিয়ে তাইজুল বলেন, আসলে আমাদের এশিয়ায় বলেন বা বাইরে বলেন, সাকিব ভাইয়ের সঙ্গে কারও তুলনা করা যায় না। সাকিব ভাই থাকার পরও যখন আমি উইকেট পাই, তখন অনেক ভালো লাগে। মনে হয় সাকিব ভাইয়ের মত হয়তো হতে পারব না, অন্ততপক্ষে কাছাকাছি যেতে পারব। সাকিব ভাই সাকিব ভাইই।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ৯৪ উইকেট এখন দ্বিতীয় স্থানে রয়েছেন তাইজুল ইসলাম। তার আগের দ্বিতীয় অবস্থানে থাকা মোহাম্মদ রফিক ১০০ ও সাকিব ২০১ উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন। তাই মিরপুর টেস্টে তাইজুল আর ৭ উইকেট পেলেই দ্বিতীয় অবস্থানে উঠে আসবেন।