Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০২:২৮ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০২:২৮ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে মেসার্স সম্রাট এন্ড সুমন ট্রেডার্সের উদ্যোগে ৬০০ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে ১টি করে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। 

ধুনট বাজারের বিশিষ্ট্য ঢেউটিন ও পরিবহন ব্যবসায়ী জিএম সম্রাটের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, সাংবাদিক মাসুদ রানা, আবুল খায়ের স্টিলের বগুড়ার এরিয়া ম্যানেজার নুরুল হুদা মজুমদার, ইউপি সদস্য তোজাম্মেল হক, সিএইচসিপি ফজলে রাব্বী মানু ও সমাজসেবক মিঠু মিয়া। 

Bootstrap Image Preview