Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়া যাওয়ার পথে ৯৩ রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৩৭ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৩৭ PM

bdmorning Image Preview


রাখাইনের রাজধানী সিতউয়ির থায়ে চাওং একটি অস্থায়ী ক্যাম্প থেকে পালিয়ে নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার সময় ৯৩ রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।

মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় দাওয়েইর শহরের স্থানীয় কর্মকর্তা মোয়ে জ'লাত জানিয়েছেন, স্থানীয় জেলেরা একটি সন্দেহজনক নৌকার বিষয়ে তাদের খবর দিয়েছিল।

দেশটির নৌবাহিনী রবিবার ওই নৌকা থামিয়ে ৯৩ জনকে আটক করে। আটক রোহিঙ্গারা জানিয়েছেন, তারা রাখাইনের রাজধানী সিতউয়ির থায়ে চাওং ক্যাম্প থেকে এসেছেন।

তারা জানিয়েছেন, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যেই ক্যাম্প থেকে পালিয়েছেন তারা। মঙ্গলবার মিয়ানমার কর্তৃপক্ষ ওই রোহিঙ্গাদের আবারও সিতউয়ির ক্যাম্পে ফেরত পাঠায়। আটক হওয়াদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে অস্বীকার করে মিয়ানমার। গত বছরের আগস্টে রাখাইনের বেশ কয়েকটি সেনা পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইনে অভিযান শুরু করে সেনাবাহিনী। ওই অভিযানের কারণে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Bootstrap Image Preview