Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজেকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৩৯ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্ববাজারে তেলের দাম কমানোর জন্য নিজেকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত অক্টোবর মাসে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় ৮৫ ডলার। পরের মাসেই সেটার দাম কমে দাঁড়ায় ৬০ ডলারের নিচে। এজন্য সৌদি আরবের বিপুল পরিমাণ তেল তোলাই প্রধান কারণ। তবে পুরো কৃতিত্ব নিজের কাঁধে তুলে নেন ট্রাম্প।

এজন্য নিজের টুইটারে নিজেকে নিজে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন।

ইরানের ওপর নিসেধাজ্ঞা আরোপের পর বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে। কয়েক মাস আগে তাই হয়েছিল। কিন্তু তেলের দাম কমানোর জন্য বিপুল পরিমাণে তেল উত্তোলনে একপ্রকার চাপ দেয় সৌদি আরবকে।

একপ্রকার বাধ্য হয়ে ট্রাম্প প্রশাসনকে খুশি করাতে রেকর্ড পরিমাণে তেল উত্তোলন করে সৌদি। সংশ্লিষ্ট সূত্রের খবর, নভেম্বরে দৈনিক গড় উত্তোলন রেকর্ড ১.১১-১.১৩ কোটি ব্যারেলে নিয়ে গিয়েছে সৌদি আরব।

Bootstrap Image Preview