Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যশোরে মোটরসাইকেল বিক্রি করে দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৫৬ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০২:৫৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


যশোর চৌগাছা উপজেলার কোটালীপুর গ্রামে মোটরসাইকেল বিক্রি করে দেওয়ায় বাবার ওপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে মেহেদি হাসান (১৪) নামে এক স্কুলছাত্র।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। নিহত মেহেদি হাসান ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে চৌগাছা শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

মোশারফ হোসেন জানান, আজ সকালে তার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সে ঘুম থেকে উঠছে না দেখে ছেলেকে ডাকতে যান। কিন্তু ডাকাডাকির পরও মেহেদি দরজা না খুললে তা ভেঙে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলে আছে হাসান।

তিনি বলেন, ‘ছেলে আত্মহত্যা করেছে, তাই মরদেহ ময়নাতদন্ত না করেই দাফন করার জন্য আইনানুযায়ী আবেদন করবো।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক মেহেদির একাধিক বন্ধু জানিয়েছে, মেহেদির একটি পালসার মোটরসাইকেল ছিল। সম্প্রতি সেটি বিক্রি করে দেয় তার বাবা।

মেহেদির দাবি ছিল আরেকটি মোটরসাইকেল কিনে দেওয়ার। কিন্তু তার বাবা কোনভাবেই তাতে রাজি হচ্ছিলেন না। এ কারণে সে বাবার ওপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান ঘটনাস্থলেই ছিলেন। তবে তিনি সুরতহালে ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Bootstrap Image Preview