Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোহলিকে টপকে গেলেন বাবর আজম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৩:৩৮ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিজের প্রথম শতরান করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। এই সেঞ্চুরি দিয়েই তিনি ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে টপকে গেছেন।

কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করলেন ১২৭ করেন বাবর। এর আগে দুই টেস্টর চারটি ইনিংসে তাঁর রান সংগ্রহ যথাক্রমে ৯২,৬২, ১৩।

যার ফলে ২০১৮-য় টেস্টে তাঁর গড়সংখ্যা দাঁড়াল ৬৭.৭১। ১০ ইনিংসে তাঁর রান ৪৭৪। ফলে তিনি টপকে গেলেন বিরাটকে। এখনও পর্যন্ত চলতি বছরে বিরাটের গড় ১৮ ইনিংসে ৫৯.০৫। রান ১০৬৩।৬ ডিসেম্বর থেকে টেস্ট সিরিযে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছেন বিরাটরা।

তবে বাবর আজম খুব বেশি দিন তার শ্রেষ্ঠত ধরে রাখতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। কারণ চলতি বছর বাবর আজম যেখানে আর মাত্র ১টি টেস্ট খেলবেন সেখানে কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তাই কোহলির সামনে সুযোগ থাকছে রান সংখ্যা বাড়িয়ে চলতি বছর নিজের গড় বাড়িয়ে নেওয়া।

Bootstrap Image Preview