সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি থাকার কারণে টাইগারদের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস।সাইডস্ট্রেনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই টেস্টেও মাঠের বাইরে থাকছেন তামিম ইকবাল।
তবে ইমরুলের বিদায়ে কপাল খুলেছে দলে ডাক পাওয়া সাদমান ইসলাম অনীক। সব কিছু ঠিক থাকলে ইমরুলের অনুপস্থিতিতে ঢাকা টেস্ট দিয়েই অভিষেক হতে পারে ঘরোয়া ক্রিকেটের এই শক্তিশালী ব্যাটসম্যানের।
দ্বিতীয় টেস্টে টাইগারদের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম,মুমিনুল হক,মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।
উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে এই দুই দল।