Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহিদের প্রেমে মাছ-মাংস ছেড়েছেন কারিনা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৫:৪৩ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৬:০৪ PM

bdmorning Image Preview


এক সময় চলচ্চিত্র প্রেমীরা ধরেই নিয়েছিলেন যে, বলিউড অভিনেতা শাহিদ কাপুর জামাই হিসেবে কাপুর পরিবারে প্রবেশ করতে যাচ্ছেন। কিন্তু শাহিদ-কারিনার এই প্রেম রসায়নটি আর বিয়ে পর্যন্ত যায়নি।

এখন তারা দুজনেই হাঁটছে আলাদা পথে। ভিন্ন ভিন্ন ভাবে সংসার সাজিয়ে সন্তানের মুখও দেখে ফেলেছেন তারা। কিন্তু এক সময় শাহিদের প্রেমে পাগল ছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। সে সময়টাতে শাহিদ যা বলতেন তেমন ভাবেই চলার চেষ্টা করতেন এই কাপুর নন্দিনী। এমনকি শাহিদকে খুশি করতে মাছ ও মাংস খাওয়াটাও ছেড়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। অথচ মাছ-মাংস ছাড়া যার কিনা একদিনও চলত না 'কফি উইথ করণ' এই অনুষ্ঠানে এসব তথ্য ফাঁস করেছিলেন বড় বোন কারিশমা কাপুর।

জানা যায়, শাহিদ কাপুর ছিলেন নিরামিষভোজী। মাছ ও মাংস কিছুই খেতেন না তিনি। আর সে জন্যই মূলত কারিনা মাছ-মাংস খাওয়া ছেড়ে দেন।

আরও জানা যায়, বলিউড অভিনেতা সাইফ আলি খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর আবারও রীতিমতো মাছ-মাংস খাওয়া শুরু করেছেন।

প্রসঙ্গত, ২০০৪ সালে 'ফিদা' নামক বলি মুভির শুটিংয়ের সময় শাহিদের প্রেমে মগ্ন হয়েছিলেন কারিনা কাপুর। আর তাদের এই সম্পর্কের কথা কেউ-ই লুকায়নি কখনও এবং সেই সময় দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হবার কথাও জানিয়েছিলেন। 

 

Bootstrap Image Preview