Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে ইমরুল কায়েসকে বাদ দেওয়া হলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৬:৪৩ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের নামের সুবিচার করতে পারেনি ইমরুল কায়েস। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৪ ও দ্বিতীয় ইনিংসে ২ রান করেন ইমরুল।

বাজে পারফম্যান্সের সাথে যোগ হয়েছে কাঁধের ইনজুরি। সব মিলিয়ে ঢাকা টেস্টে তাকে দলের বাহিরে রেখেছেন নির্বাচকরা। আজ সিরিজের শেষ টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে এক মাত্র ইমরুল কায়েসকে বাহিরে রাখা হয়েছে।

এছাড়াও সাইডস্ট্রেইনের চোটের কারণে তামিম ইকবালও খেলতে পারছেন না। সব কিছু ঠিক থাকলে ক্যারিবিয়ানদের বিপক্ষে ইমরুল কায়েসের জায়গার অভিষেক হতে পারে সাদমান ইসলাম অনিকের।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

Bootstrap Image Preview