পেট্রোল ইন্সপেক্টর (পিআই) কাজী সাইফুল ইসলামের পিস্তলের গুলিতে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ এসআই ওবায়দুর রহমান আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে গুলিস্তানে অবস্থিত সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে পুলিশের একটি বৈঠক চলছিল।
মতিঝিল জোনের এসি (পেট্রোল) মো. ইলিয়াস হোসেন বলেন, নিয়মিত মিটিং শেষে সবাই যখন বের হচ্ছিলেন তখন অসাবধানতাবশত পিআই কাজী সাইফুল ইসলামের পিস্তল থেকে একটি গুলি বের হয়ে এসআই ওবায়দুর রহমানের পায়ে লাগে।
তিনি আরও বলেন, ডান পায়ের রানের মাংসে লেগে বাম পায়ে এসে লাগে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এক্সরে করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক না।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন, ঘটনাটি মিস ফায়ারিং। পেট্রোল ইন্সপেক্টর সাইফুল ইসলামের অস্ত্র থেকে গুলি বের হলে এসআই ওবায়দুর আহত হন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে পুলিশের একটি নিয়মিত মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে বের হওয়ার সময় হঠাৎ ফায়ারের শব্দ হয়। গুলিবিদ্ধ ওবায়দুরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, এসআই ওবায়দুর দুই পায়ের হাঁটু বরাবর গুলিবিদ্ধ হয়েছেন।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, কয়েকজন পুলিশ সদস্য দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওবায়দুরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তরের ছাড়পত্র দেয়া হয়।
এদিকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার পিস্তলের গুলিতে সহকর্মী আহতের ঘটনাকে অবহেলা বলে মন্তব্য করেছেন একাধিক পুলিশ কর্মকর্তা।
তারা বলেন, অস্ত্রের সেফটি রুল (চালানোর নিয়ম-কানুন, রক্ষণাবেক্ষণ) ভালোভাবে না জানার কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে।