Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১০:২৫ AM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১০:২৫ AM

bdmorning Image Preview


লা লিগায় সময়টা ভাল না গেলেও চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে রিয়াল মাদ্রিদ। রোমার মাঠে রোমাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জি-গ্রুপের শীর্ষে সান্তিয়াগো সোলারির দল। প্রথম লেগে ৩-০ গোলে জেতার পর মঙ্গলবার ফিরতি লেগে ২-০ গোলে জিতল রিয়াল।

আগের ম্যাচে চেক রিপাবলিকের ভিক্টোরিয়া প্লাজেনের কাছে রুশ ক্লাব সিএসকেএ মস্কো হেরে যাওয়ায় জি-গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যায় রোমা ও রিয়ালের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে সেটা জানা বাকি ছিল। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করলেও গোল আসেনি। উল্টোদিকে বিরতির আগে  রিয়াল রক্ষণে আতঙ্ক ছড়ায় রোমা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল। দ্বিতীয় গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৫৯ মিনিটে বেলের উঁচু করে বাড়ানো বলে হেড করেন করিম বেনজেমা। আলতো টোকায় বল জালে জড়ান লুকাস ভাসকেস। ০-২ গোলে ঘরের মাঠে পিছিয়ে পড়ে ব্যবধান কমানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় ইতালির ক্লাবদলটি।

পাঁচ ম্যাচে চার জয়ে টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ১২। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। মস্কোর মাঠে ২-১ গোলে জেতা প্লাজেন ৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে চতুর্থ স্থানে আছে সিএসকেএ মস্কো। এক ম্যাচ বাকি থাকতেই জি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল ও রোমা।

Bootstrap Image Preview