আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র পেয়েছেন সঙ্গীতশিল্পী মনির খান। সঙ্গীত শিল্পী হিসেবে এই দল থেকে আরও মনোনয়নপত্র পেয়েছেন কনকচাঁপা এবং বেবী নাজনীন।
মনোনয়নপত্র পাওয়ার পর সঙ্গীতশিল্পী মনির খান বলেন, ‘গানের মাধ্যমে মানুষের কাছে পরিচিতি পেয়েছি,মানুষের ভালোবাসা পেয়েছি। রাজনীতির মাধ্যমেও মানুষের এই ভালোবাসা পাবো বলেই বিশ্বাস করি।’
সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবেন কনকচাঁপা, নীলফামারী-৪ আসন থেকে নির্বাচন করবেন বেবী নাজনীন এবং ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করবেন মনির খান।
এদিকে চিত্রনায়ক হেলাল খানও পেয়েছেন বিএনপি থেকে নির্বাচন করার টিকিট।
ক্ষমতাসীন দল আওয়ামীলীগ শমী কায়াসার, ডিপজল, তারানা হালিম, রকেয়া প্রাচী, শাকিল খানের মতো তারকাদের মনোনয়ন বঞ্চিত করলেও এদিক থেকে বিএনপি অনেকটাই আলদা তারা তাদের দলের প্রায় সব তারকাদের হাতে তুলে দিয়েছে নির্বাচনের টিকিট।
নির্বাচনের টিকিট পেয়ে তারকারা কতটুকু সফল হবেন তা জানা যাবে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার পর।