Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বৈঠকে বসতে এরদোগানকে সৌদি যুবরাজের অনুরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০১:৪১ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০১:৫১ PM

bdmorning Image Preview


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়েব এরদোগানের সঙ্গে বৈঠকে বসার জন্য অনুরোধ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু এই তথ্য জানান।

মেভলুত গতকাল মঙ্গলবার জার্মান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সৌদি যুবরাজ এরদোগানকে ফোন করে বৈঠকে বসার জন্য অনুরোধ করেন। আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের মাঝে এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসতে চান তিনি।

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, সালমানের অনুরোধের জবাবে এরদোয়ান বলেন, 'দেখা যাক'।

সৌদি যুবরাজের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে বসার কোন কারণ নেই বলে মেভলুত আরো জানান।

আগামী ৩০নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে ২ দিন ব্যাপী জি-২০ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা যোগ দিবেন। এতে এরদোয়ান ও মোহাম্মদ বিন সালমানও অংশ নিচ্ছেন।

Bootstrap Image Preview